Pages

Saturday, 21 August 2021

Shah Ast Hussain, Badshah Ast Hussain By Khwaja Gharib Nawaaz, Hazrat Moinuddin Chishti Ajmeri R.A.

Khwaja Gharib Nawaaz, Hazrat Moinuddin Chishti Ajmeri R.A.

খাজা গরীবে নেওয়াজ মাঈনুদ্দিন চিশতী (রাঃ) বলেন,

Shah Ast Hussain, Badshah Ast Hussain
= Hussain Is The Leader, Hussain Is The King
''শাহ্‌ আস্ত হুসাইন, বাদশা আস্ত হুসাইন''
অর্থ-- হুসাইন (আ:) হলেন আদদ্বীনের সম্রাট এবং দুনিয়ার (রাজত্ব পরিচালনা করার অধিকার প্রাপ্ত যোগ্য) সম্রাট।

Deen Ast Hussain, Deen Panah Ast Hussain 
= Hussain Is Deen, Hussain Is The Refuge of The Deen
''দ্বীন আস্ত হোসাইন, দ্বীন পানাহ আস্ত হোসাইন''
অর্থ--হুসাইন (রাঃ) হলেন ধর্ম। ধর্মের আশ্রয়দাতা হলেন হুসাইন (রাঃ)।

Sar Dad Na Dad Dast Dar Dast-E-Yazid
= He Gave Away His Head, But Did Not Give His Hand of Allegiance To The Hand of Yazid (keeping true to His word))
''সারদাদ ওয়া নাদাদ দাস্ত দার-দাস্তে ইয়াজিদ''
অর্থ-- দিলেন মাথা এবং না দিলেন হাত এজিদের হাতে।

Haqqa Ke Binae Lailah Ast Hussain
= By God! Hussain Is The Foundation of Lailah (That There Is No One But Allah Worthy of Worship)
''হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হোসাইন।
অর্থ-- সত্য এটাই যে, ''লা ইলাহা ইল্লাল্লাহ'' এর স্তম্ভই হলেন হুসাইন (রাঃ)।

বিজাহিননাবিয়্যিল আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম।🙏🖤


Link: