Khwaja Gharib Nawaaz, Hazrat Moinuddin Chishti Ajmeri R.A.
খাজা গরীবে নেওয়াজ মাঈনুদ্দিন চিশতী (রাঃ) বলেন,
Shah Ast Hussain, Badshah Ast Hussain
= Hussain Is The Leader, Hussain Is The King
''শাহ্ আস্ত হুসাইন, বাদশা আস্ত হুসাইন''
অর্থ-- হুসাইন (আ:) হলেন আদদ্বীনের সম্রাট এবং দুনিয়ার (রাজত্ব পরিচালনা করার অধিকার প্রাপ্ত যোগ্য) সম্রাট।
Deen Ast Hussain, Deen Panah Ast Hussain
= Hussain Is Deen, Hussain Is The Refuge of The Deen
''দ্বীন আস্ত হোসাইন, দ্বীন পানাহ আস্ত হোসাইন''
অর্থ--হুসাইন (রাঃ) হলেন ধর্ম। ধর্মের আশ্রয়দাতা হলেন হুসাইন (রাঃ)।
Sar Dad Na Dad Dast Dar Dast-E-Yazid
= He Gave Away His Head, But Did Not Give His Hand of Allegiance To The Hand of Yazid (keeping true to His word))
''সারদাদ ওয়া নাদাদ দাস্ত দার-দাস্তে ইয়াজিদ''
অর্থ-- দিলেন মাথা এবং না দিলেন হাত এজিদের হাতে।
Haqqa Ke Binae Lailah Ast Hussain
= By God! Hussain Is The Foundation of Lailah (That There Is No One But Allah Worthy of Worship)
''হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হোসাইন।
অর্থ-- সত্য এটাই যে, ''লা ইলাহা ইল্লাল্লাহ'' এর স্তম্ভই হলেন হুসাইন (রাঃ)।
বিজাহিননাবিয়্যিল আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম।🙏🖤
Link:
No comments:
Post a Comment