Pages

Monday, 17 February 2020

Dekhle Chobi Pagol Hobi (দেখলে ছবি পাগল হবি) - Mystic Poet Jalal Uddin Khan (বাউল সাধক জালাল উদ্দীন খাঁ)

দেখলে ছবি পাগল হবি
কথা ও সুর: বাউল সাধক জালাল উদ্দীন খাঁ

এই চৌদ্দ ভূবনে আমার মুর্শিদ মাওলানা
দেখলে ছবি পাগল হবি
ঘরে রইতে পারবি না।
মোহন ও মুরতি বাবার
দেখলে ঘুঁচে যায়রে আধার
আরশ কুরশি সাগর পাহাড়
দেখার বাকি থাকে না।

যিশু দেখে খ্রীষ্টানেরা
ভাবে জিন্দে জৈনেরা
হিন্দু ভাবে মদন মোহন রায়
শ্রী নন্দের কেলে সোনা।

বাহিরে তোর পীরের ছবি
ভেতরে তোর নূর ও নবী
ধ্যানের দেশে আল্লাহ পাবি
জালাল কয় ডুবে দেখনা।

বাহিরেতে পীরের ছবি,
ভেতরে সেই নূর নবী|
ধ্যানের দেশে আল্লাহ্ হবি,
জালাল কয় ডুবে দেখনা||
দেখলে ছবি পাগল হবি,
ঘরে রইতে পারবি না|
এই চৌদ্দ ভূবনে আমার
মূর্শিদ বাবা মাওলানা।


No comments:

Post a Comment